খোদা বকশ এবং আলী ইমাম মজুমদাররা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ খোদা বকশ চৌধুরী এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদাররা গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'এখন নতুন কেউ কেউ উপদেষ্টা পরিষদে কিংবা প্রধান উপদেষ্টার কর্মকর্তা হিসেবে যোগদান করে তাদের টার্গেটই যেন পরিণত হয় আন্দোলনের স্বপক্ষে যারা ছিলেন বা সহানুভূতিশীল যারা ছিলেন তাদেরকে টার্গেট করা। খোদা বকশ সাহেব একজন পুলিশের সাবেক আইজি ছিলেন কিন্তু এই ১৫ বছর সাড়ে ১৫ বছর তার কি ভূমিকা ছিল? তিনি কয়জন লোককে চিনেন।আমরা চিনি,আমরা প্রতিমুহূর্তে নিপীড়িত হয়েছি এই অফিস ভেঙে চার পাঁচ বার নিয়ে গেছে আমাদেরকে। এখানে আমরা যারা বসে আছি যেদিন শেখ হাসিনার পতন হয়েছে তারপরের দিন আমরা জেলখানা থেকে ছাড়া পেয়েছি তার আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম।
রিজভী বলেন, এই যে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট এই যে চেতনা এটাকে কি তারা ধারণ করেন খোদা বকশ সাহেবরা? ওটা তো তারা ধারণ করেন না বড় বড় তারা কথা বলেন দেখাতে চান যে তারা অত্যন্ত নিরপেক্ষ।আপনি তো আইজি ছিলেন বিএনপির সময় আপনি কি করতে পেরেছিলেন?আপনাদের কারণেই তো ১/১১ এসেছিল, অগণতান্ত্রিক শক্তি এসেছিল।উপদেষ্টা পরিষদ হওয়ার পরে আলী ইমাম মজুমদার সাহেব প্রশাসনিক পুনর্বিন্যাস করার জন্য ডিসি নিয়োগ দিলেন ঠিক বেছে বেছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে যারা প্রশাসনিক লোক ছিল তাদেরকে ডিসি নিয়োগ দিলেন।পরে হয়তো এটা পরিবর্তন করেছে নানা দিক থেকে বিতর্কিত হয়ে কিন্তু উনি এই সাড়ে ১৫ বছর শেখ হাসিনার আমলে উনি নিঃসন্দেহে বুদ্ধিজীবী মানুষ বুদ্ধির চর্চা করেন পত্রিকায় লেখালেখি করেন কিন্তু কখনোই কি গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে একটি আর্টিকেল লিখেছেন?আমাদের সমর্থনে কি কখনো একটি কথা লিখেছিলেন অথবা জুলাই আগস্টে তারা কি কোন মতামত দিয়েছেন?কিন্তু তারা অন্তরের মধ্যে একটি মত ধারণ করেন সেটার প্রতিফলন আমরা দেখেছি উনি উপদেষ্টা হওয়ার পরে।
বিএনপির এই মুখপাত্র বলেন, 'খোদা বকশ সাহেব আমরা শুনেছি উনি আসার পরে যারা বঞ্চিত ছিলেন, যারা আন্দোলনের পক্ষে সহানুভূতিশীল ছিলেন তাদের বিপক্ষেই উনি নাকি অবস্থান নিচ্ছেন। এটা কিন্তু খুবই রহস্যজনক ব্যাপার। টার্গেট করে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন জানি একটি পরিকল্পনার অংশ হিসেবে নিজের পছন্দকে বাস্তবায়ন করার জন্য তারা এই কাজগুলো করছেন।
তিনি আরও বলেন, অথচ জেলখানার ভিতরে বসে সালমান এফ রহমান তিনি যে কারসাজি করছেন তিনি যে নানা অপ-তৎপরতা চালাচ্ছেন দেশের মধ্যে কই এটার ব্যাপারে তো আমরা কোন পদক্ষেপ নিতে দেখিনি। কারাগারের ভেতরে সালমান এফ রহমান রাজার হালে আছে এবং ওইখান থেকে সমস্ত পরিকল্পনা করছেন তার তো প্রমাণ আমরা পাচ্ছি। গার্মেন্টস সেক্টরের অধিকাংশ মালিক হচ্ছে আওয়ামী মনা ফ্যাসিবাদের পক্ষে।এই যে গার্মেন্ট সেক্টরকে অস্থিতিশীল করে তোলা।এটার পেছনে নিশ্চয়ই তার অবদান আছে।কই এগুলোর ব্যাপারে তো কোন পদক্ষেপ নিতে দেখিনি?তারা কি করে ভেতর থেকে তৎপরতা চালাচ্ছে?
রিজভী বলেন,'মূল স্পিরিটের বাহিরে কিছু কিছু উপদেষ্টার যে পদক্ষেপ এইটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।এইটা গোটা জাতিকে একটা সংস্কার মধ্যে নিয়ে গেছে।এই কারণেই আজকে সালমান এফ রহমানদের মত লোকেরা কারাগারের ভেতর থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং যারা এখনো গ্রেফতার হননি তারা বিপুল অঙ্কের টাকা ছিটাচ্ছেন অস্থিতিশীল করার জন্য।
তিনি বলেন,'বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণ-আন্দোলনের সরকার। এই সরকার ছাত্র জনতার বিপ্লবের সরকার।এই সরকারের অনেকেই নির্যাতিত হয়েছেন তারা কোন রাজনৈতিক দল করেন না কিন্তু স্বাধীন মত প্রকাশের জন্য অনেকেই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিপীড়নের শিকার হয়েছেন।স্বয়ং প্রধান উপদেষ্টা যিনি আওয়ামী শাসনকালে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন।তার স্যোসাল বিজনেস মাইক্রোক্রেডিট যেটা গোটা বিশ্বব্যাপী অভিনন্দিত এই কারণেই ডক্টর ইউনুস সাহেব সকলের কাছেই শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি।কিন্তু সবাই তো তার মত এরকম নিপীড়ন নির্যাতনের শিকার হননি,কেউ কেউ হয়েছেন কারো কারো চেম্বার ভেঙে দেয়া হয়েছে যেমন ডক্টর আসিফ নজরুল অত্যন্ত স্পষ্ট ভাষায় ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করেছেন নানাভাবে এই কারণে তাকেও হয়রানির শিকার হতে হয়েছে।আরো হয়রানি শিকার হয়েছে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা উপদেষ্টা হয়েছে শারীরিকভাবেও তাদেরকে নিপীড়ন নির্যাতন করা হয়েছে।আবার কেউ কেউ এমনও আছেন যারা সব সময় সুবিধার অনুসন্ধান করেছেন দেখেছেন যে বাতাস কোন দিকে বাতাস কি দক্ষিণে প্রবাহিত হচ্ছে না উত্তরে প্রবাহিত হচ্ছে তখন সে দিকে তারা নিজেদেরকে সেই বাতাসের দিকে ঠেলে দিয়েছেন।এরকমও কিছু আছে।এই ১৫-১৬ বছর যে সংগ্রাম এর মধ্যেও তো কিছু মানুষ প্রশাসনেরও কিছু লোকজন একেবারেই হাতেগোনা একজন দুইজন যারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন যাদের মনের মধ্যে আন্দোলনের প্রতি সহানুভূতি ছিল কিন্তু কিছু করতে পারেননি অধিকাংশকেই শেখ হাসিনার রক্ত চক্ষুর নজরদারির মধ্যে থাকতে হয়েছে।
রিজভী বলেন,'খোদা বক্স সাহেব বিএনপির আমলেই পুলিশের আইজি ছিলেন। বিএনপির বিরুদ্ধে যে এত অত্যাচার অবিচার স্বয়ং এদেশের জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি জড়াজীর্ণ পরিত্যক্ত কারাগারে যেভাবে শেখ হাসিনা নির্যাতন করেছে মিথ্যা মামলায় আটকে রেখে। কই সেই সময়ে তো আলী ইমাম মজুমদার অথবা খোদা বকশ সাহেবের কোন আর্টিকেল দেখিনি যে বিএনপির বিরুদ্ধে এত নিপীড়ন নির্যাতন চলছে।এখন এসে একটি স্থিতিশীল সরকারের মধ্যে কে ভালো কে মন্দ উনারা উনাদের বিবেচনা দিয়ে তাদের পছন্দ-অপছন্দ দিয়ে গণতন্ত্রকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তিনি আরও বলেন,'অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল।অর্থাৎ গণতান্ত্রিক যে শক্তি সমমাননা দল তাদের সাথেই তো সম্পর্ক হওয়ার কথা ছিল এই সরকারের।আজকে কোনোভাবে যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের যদি দুই একজন ভিতরে তাদের সাথে সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে এই সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরা কেউ রেহাই পাব না।আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না,যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক,মামুন হাসান, হাবিবুর রশিদ হাবিব, ফজলুর রহমান খোকন,রওনাকুল ইসলাম শ্রাবণ, আব্দুস সাত্তার পাটোয়ারী,রাশেদ ইকবাল খান প্রমুখ।