সংস্কারের কথা যারা বলেছেন আন্দোলনে তাদের অনেককে দেখি নাই: ড. মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আজকে যারা সংস্কারের কথা বলছেন তাদের অনেককে আন্দোলন ও সংগ্রামে দেখি নাই। আজ আমরা দেখছি, যারা বিখ্যাত লোক, বড় বড় টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন, বিগত বছরগুলোতে যখন বিএনপির নেতা-কর্মীরা পুলিশ, এসবি, ডিবির অত্যাচারে অতিষ্ট হয়েছিল, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এক লাখ ৬০ লাখ আসামি করা হয়েছে। রাতের অন্ধকারে ধানখেত দিয়ে পালিয়ে যেতে হতো তাদের কথা ভাবুন। এটাই হচ্ছে বাংলাদেশের বিপ্লবের মূল সত্য, এই সত্যকে অস্বীকার করতে পারবে না।
আজ মঙ্গলবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি' শীর্ষক কর্মশালার ঢাকা বিভাগ অংশের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি পর্যায়ক্রমে দেশের সবগুলো বিভাগে আয়োজন করা হবে বলে তিনি জানান।
মঈন খান বলেন, জুলাই-আগস্টের বিপ্লবের কৃতিত্বদারি কোনো একজন মানুষ নয়। এই গৌরবের অধিকারী দেশের প্রতিটি মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই গণতন্ত্রের জন্যই ১৯৭১ সালে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে করে ড. মঈন বলেন, এই সরকারকে উপলব্ধি করতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় দরকার, সেই সংস্কারগুলো করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এটা আমার কথা নয়, একজন রিকশাচালক, দিনমজুর, গৃহশ্রমিক, নারী শ্রমিককে জিজ্ঞেস করুন। এই তরুণ সমাজকে জিজ্ঞেস করুন, যারা বিপ্লব এনেছে, তারা কি ভোটার হয়ে একবারও ভোট দিতে পেরেছে? পারে নাই। তাই ভোটের অধিকার ১২ কোটি ভোটারের মাঝে ফিরিয়ে দিতে হবে।
তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ সত্যিকার জনপ্রতিনিধির মাধ্যমে একটি সংসদ গঠন করবে। সেই সংসদ একটি সরকার গঠন করবে। ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, সে প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে এই ৩১ দফা সংস্কার আমরা করব।