Logo
Logo
×

রাজনীতি

গণ-অভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসার দাবি বিএনপির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

গণ-অভ্যুত্থানে আহতদের বিদেশে চিকিৎসার দাবি বিএনপির

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে গুরুতর আহত রোগীদের যথাযথ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধি দল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে এই দাবি জানায়। এছাড়া বিএনপির নেতারা আন্দোলনে ভুক্তভোগী প্রত্যেক নাগরিককে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রতিশ্রুত আর্থিক সহায়তা দ্রুত দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যাদের অবস্থা সংকটাপন্ন এবং এ দেশে চিকিৎসা করা সম্ভব নয়, তাদের দ্রুত শনাক্ত করতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বা আঘাত পেয়েছেন এবং তাদের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের যথাযথ চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।’

সালাহউদ্দিন আরও বলেন, আমরা শুনেছি স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার এই হাসপাতালে এসেছিলেন কিন্তু সব রোগীর সঙ্গে দেখা করতে পারেননি, এতে তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। রোগীরা তাদের জানিয়েছেন, চিকিৎসা ছাড়া সরকারের পক্ষ থেকে আর কোনো সহযোগিতা তারা পাননি। আমরা বুঝতে পারছি, চিকিৎসার বাইরেও তাদের সহায়তা প্রয়োজন। অনেকে জানিয়েছেন, প্রতিশ্রুত এক লাখ টাকা তারা এখনো পাননি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব তাদের এই সহায়তা দিতে।’

তিনি বলেন, বুধবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওই টাকা তারা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামকে আহতদের মধ্যে বিতরণের জন্য দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতারা হাসপাতালে গিয়ে জুলাই মাসের আন্দোলনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের সহায়তা ও সমর্থন অব্যাহত রাখব। আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হলে গণঅভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করব। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসররা কীভাবে গণহত্যা চালানোর পর আবার বাংলাদেশে রাজনীতি করার কথা ভাবতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন সালাহউদ্দিন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত রোগীদের সঙ্গে কথা বলেন এবং অনুদান দেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন