Logo
Logo
×

রাজনীতি

‘নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণই এ সিদ্ধান্ত নেবে’

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম

‘নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণই এ সিদ্ধান্ত নেবে’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি। 

শিগগিরই নির্বাচন সংস্কার কমিটির কাছে দলের মতামত তুলে ধরা হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, উপদেষ্টা নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবার প্রচলন নাই। নিয়োগের বিষয়টি সম্পূর্ণ প্রধান উপদেষ্টার। তার কাজের সুবিধার্থে যাকে প্রয়োজন তাকে নেবেন। তবে, উপদেষ্টারা যেন বিতর্কিত না হয় সে বিষয়ে সরকারের সতর্ক ভূমিকা রাখা উচিত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন