Logo
Logo
×

রাজনীতি

ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র ফিরবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম

ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র ফিরবে না: তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও শান্তি নেই। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্রও ফিরে পাবো না।

আজ শুক্রবার (৮ নভেম্বর) দলটির র‍্যালি পূর্ব সমাবেশ অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশবিরোধী একটি চক্র এখনও সক্রিয়। সরকারকে তারা ব্যর্থ করতে চায়। তবে বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। 

অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির র‍্যালি কারও বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নয়। এটি নিজেদের স্বার্থ এবং ভোটাধিকার নিশ্চিতের মিছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন