বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদেরকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
চট্টগ্রামে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পাঁচ অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এসব অভিযোগ তুলে ধরে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- তা তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়। গতকাল মঙ্গলবার তাকে শোকজ করা হলেও আজ বুধবার বিষয়টি জানা গেছে।
গিয়াস কাদেরকে কারণ দর্শানোর নোটিশে বলা হয়, তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে রাউজানের ধনী লোকজনের তালিকা করে কোটি কোটি টাকা চাঁদা আদায়, ওমানপ্রবাসী ব্যবসায়ী সিআইপি মো. ইয়াসিনের কাছে দেড় কোটি টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে রাউজানে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, মো. ফোরকান নামে এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে।
নোটিশে আরও বলা হয়, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থানরত রাউজানের বাসিন্দাদের থেকে ঢালাওভাবে চাঁদাবাজির মাধ্যমে এলাকাকে আতঙ্কের জনপদে পরিণত করার অভিযোগও রয়েছে। এ ছাড়া স্বঘোষিত কমিটি করার বিষয়ে প্রশ্ন করা হলে ঔদ্ধত্য প্রকাশ করেন গিয়াস কাদের। ‘রাউজানে কমিটি করতে কারোর প্রয়োজন নেই, আমার এলাকা আমি কমিটি করব’ বলেন। বিষয়টিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অনাস্থা ও ধৃষ্টতা বলে নোটিসে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হয়, তবে তাকে পাওয়া যায়নি।