Logo
Logo
×

রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তপু নন্দী গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তপু নন্দী গ্রেপ্তার

রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি কোতোয়ালির ৩৬ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি তপু নন্দীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কোতোয়ালির তাঁতীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিএমপির কোতয়ালি থানা-পুলিশ। 

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, তপু নন্দী বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়েরকৃত একটি মামলার এজাহার নামীয় আসামি। মো. সুজন গত ৫ আগস্ট কোতোয়ালি থানার নবাব সিরাজদ্দৌলা জিন্দাবাহার পার্ক এলাকায় সরকার পতনের এক দফা আন্দোলনে ছাত্র-জনতার সাথে অংশগ্রহণ করেন। এ সময় আন্দোলনকারীদের ওপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ ঘটনায় সুজনসহ আরও অনেকে হতাহত হন। এ ঘটনায় সুজন বাদী হয়ে গত ৩ নভেম্বর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। 

থানা সূত্রে জানা যায়, এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কোতোয়ালির তাঁতীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার আসামি তপু নন্দীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন