খুলনায় জাতীয় পার্টির দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর, আগুন
ঢাকার কাকরাইলের পর এবার খুলনায় জাতীয় পার্টির দুই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। আসবাবপত্রে দেওয়া হয়েছে আগুন।
গতকাল (শনিবার ২ নভেম্বর) সন্ধ্যায় খুলনা শহরের ডাকবাংলা মোড় এলাকায় মহানগর কার্যালয় ও দলটির খুলনা জেলা কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই হামলা চালান।
তারা মিছিল নিয়ে ডাকবাংরার মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ উত্তেজিত হন। পার্টি অফিসের সাইনর্বোড ও চেয়ার-টেবিল, ব্যানার-প্লাকার্ড ভাঙচুর করেন। পরে সেগুলো অফিসের বাইরে নিয়ে আগুন দেন।
বিক্ষোভকারীরা জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
ঘটনাস্থলের কাছেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে থাকলেও পদক্ষেপ নেয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর পার্টির অফিসের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
হামলাকারী দলে ৫০ থেকে ৬০ জন যুবক ছিলেন বলে জানান জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু। তিনি বলেন, বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে ইটপাটকেলও নিক্ষেপ করে অনেকে। এ ঘটনায় তারা মামলা করবেন বলে জানান।
হামলার প্রতিবাদে আজ (রবিবার, ৩ নভেম্বর) সন্ধ্যায় পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি।
অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. মুনীর উল গিয়াস।
এর আগে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে জাতীয় পার্টি সমর্থন দিয়েছিল যে-কারণে তাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের।