সাবেক কৃষিমন্ত্রীর বাড়ি থেকে ৩ কোটি টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তারের সময় রাজধানীর উত্তরার তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানা-পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার, ১ হাজার ১০০ ইউরো, ৫ হাজার ৩০০ থাইবাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার, ৫০০ মেক্সিকান ডলার, ৫০ হংকং ডলার, ৩ হাজার রুপি, ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়।