খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা হাইকোর্টে বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম
হাইকোর্ট আওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল করেছেন। আজ বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের বেঞ্চ এসব মামলা বাতিল করে রায় দেন।
এ বিষয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা আছে, যার মধ্যে ১৯টি মামলা বিভিন্ন আদালতে এরই মধ্যে মিথ্যা প্রমাণিত এবং বাতিল হয়েছে।
বাতিল হওয়ার মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানায় বাস পোড়ানো ও নাশকতার অভিযোগে তিনটি এবং মিরপুরের দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে একটি রাষ্ট্রদ্রোহ মামলাও করা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। হাইকোর্ট এই ১১টি মামলাই বাতিল করেছেন।