জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে ২০২৪ সালের গণবিপ্লব: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০২৪ সালের ছাত্র-জনতার গণবিপ্লবের চেতনায় নিহিত জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, 'আমরা স্পষ্ট করে বলতে চাই, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে ২০২৪ সালের গণবিপ্লব। আমাদের দল এবং অন্যদের অবশ্যই এমন পথ বিবেচনা করা উচিত নয়, যা এই আন্দোলনের চেতনাকে উপেক্ষা করে।’
গতকাল শুক্রবার (২৫ অক্টোবর জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার রোকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির ডা. শফিকুর, সকল রাজনৈতিক দলকে মূলনীতি থেকে সরে না গিয়ে সম্মিলিত আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
জনগণের সম্মিলিত দাবির বিরোধিতা না করার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষাকে উপেক্ষা বা খাটো করার চেষ্টা না করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'আমাদের অবশ্যই জনগণের পাশে অবিচলভাবে দাঁড়াতে হবে।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ আমাদের সকলের। আমাদের জাতি মৌলিক স্বার্থ নিয়ে দলগুলোর মধ্যে বিভেদ দেখতে চায় না।’
চলমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'ঐক্যবদ্ধভাবে, দৃঢ় ঐক্যের মাধ্যমে প্রতিটি সংকট ও ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে, ইনশাল্লাহ।’
জামায়াতের প্রধান তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার কথাও বলেন। একটি 'মানবিক বাংলাদেশ' গড়ার জন্য তাদের আকাঙ্ক্ষার ওপর জোর দেন। যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিক অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, 'আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেখানে কোনো ব্যতিক্রম ছাড়াই সকল নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ ইজ্জত উল্লাহ, ডা. সামিউল হক ফারুকী, ডা. খলিলুর রহমান মাদানী ও আবুল হাশেম খান প্রমুখ।