ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১১:০৬ পিএম
সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ আটক হয়েছেন। আজ রবিবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীনাথপুর সীমান্ত দিয়ে পালানোর সময় বিজিবি তাকে আটক করে। এ সময় বিজিবি এক নারীসহ আরও তিনজনকে আটক করে। তারা ধুর বলে জানা গেছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণ চন্দ্র চন্দকে সোমবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হবে।