Logo
Logo
×

রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে বলেছি: ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে বলেছি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশন সংস্কারসহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে বলেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক শেষে রাজধানীর হেয়ার রোডে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন সংস্কারসহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে বলেছি। বিতর্কিত কোনো মানুষ যেন সংস্কার কমিটিতে না থাকে। স্বৈরাচারী সরকারের দোসরদের সরিয়ে প্রশাসনে নিরপেক্ষদের নিয়োগ দেওয়ার কথা অন্তর্বর্তী সরকারকে বলা হয়েছে। বিচার বিভাগের ৩০ জন বিচারকের অপসারণ চেয়েছি।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতে থেকে দলীয় প্রচারণা চালাচ্ছে। ভারতের সঙ্গে কথা বলে তাকে এ অবস্থা থেকে সরানোর জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছি। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন