Logo
Logo
×

রাজনীতি

সংস্কারকাজ দ্রুত শেষ করে নির্বাচন দিন: অন্তর্বর্তী সরকারকে রিজভী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ পিএম

সংস্কারকাজ দ্রুত শেষ করে নির্বাচন দিন: অন্তর্বর্তী সরকারকে রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের আগে গণতন্ত্রের যে উপাদানগুলো আছে, এগুলোকে নিশ্চিত করতে হবে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যেসব সুপারিশ থাকে, সেগুলো নতুন সরকার এলে বিবেচনা করবে। তাই আমরা বলছি-যত দ্রুত সম্ভব সংস্কারগুলো শেষ করে আপনি (অন্তর্বর্তী সরকার) অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিন।  

আজ বৃহস্পতিবার সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে নিহত তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ-খবর নিতে রাজধানীর মিরপুরে যান রিজভী। সান্ত্বনার পাশাপাশি দুটি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাও করেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনে স্বজনহারা পরিবারের কাছে নেতারা অঙ্গীকার করেন, যারা গণতন্ত্র রক্ষার আন্দোলনে প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগ সব সময় মনে রাখবে বিএনপি। 

রিজভী বলেন, নির্বাচন গণতন্ত্রের অন্যতম একটা মাপকাঠি। এই নির্বাচন থেকে বাংলাদেশের মানুষ গত ১৫-১৬ বছর যাবৎ বঞ্চিত ছিল। অবাধ সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের একটি উপাদান। যদিও কোনো কিছু দিয়ে এটাকে মাপা যায় না। এটা একটা জাতির সাইকোলজিক্যাল বিষয় যে-আমি বন্দী, কি বন্দী না। কারাগারের বাইরে থাকলেও যখন ফ্যাসিবাদ থাকে তখন নিজেকে বন্দী মনে হয়। সে জন্য এটা (গণতন্ত্র) গুনে গুনে ক্যালকুলেশন করে করা সম্ভব নয়।’ 

রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দস্যু দলের প্রধান ছিলেন। মাফিয়া সিন্ডিকেট যেভাবে কাজ করে, সেভাবেই শেখ হাসিনা কর্মকাণ্ড চালিয়েছিলেন। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনের প্রত্যেকটি জায়গায় তার আশীর্বাদপুষ্টরা শত শত কোটি টাকা কামিয়েছেন। এ জন্য প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খানের গ্রামের বাড়িতে ৬ তলা বিল্ডিং, এই দিয়েই প্রশাসন সাজানো হয়েছে। এখন এরাই বিভিন্ন লেভেলে আছে। যারা অবৈধভাবে সুযোগ-সুবিধা নিয়েছে, তারা এখন শেখ হাসিনার পক্ষে কাজ করছেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন