Logo
Logo
×

রাজনীতি

ধামরাইয়ে আন্দোলনে নিহত সাদের পরিবারের পাশে তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

ধামরাইয়ে আন্দোলনে নিহত সাদের পরিবারের পাশে তারেক রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঢাকার ধামরাইয়ে নিহত সাভার ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। আজ সোমবার (সেপ্টেম্বর) বিকেলে শহীদ সাদের শোকাহত পরিবারের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি হাবিবুল বাশার, সাবেক সহসভাপতি জামিল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি শারিফুল ইসলাম ও মোহান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ, ধামরাই থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্যসচিব রাশেদুল ইসলাম রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পারভেজ পাঠান, যুগ্ম আহবায়ক মীর আকিব, ইঞ্জিনিয়ার শাহিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল আলম সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, সোহেল মাতবর, আলমগীর হোসেন, আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, আফিকুল ইসলাম সাদ গত ৫ আগস্ট ধামরাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হন। এরপর গত ৮ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন