Logo
Logo
×

রাজনীতি

লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এই আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে তরুণ সেনাকর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বর্বরোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। 

আরও বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠীর পতনের পর দেশের বিভিন্ন প্রান্তে ঘাপটি মেরে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে। লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের হত্যাকাণ্ডের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। ফ্যাসিস্টদের দোসর এইসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের তাই বিকল্প নেই। দলটি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কারের কাজকে এগিয়ে নিতে এবং দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকলকে দেশবিরোধী দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে প্রতিহত করার আহ্বান জানায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন