Logo
Logo
×

রাজনীতি

মির্জা ফখরুল ও রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪ এএম

মির্জা ফখরুল ও রিজভীর নামে ভুয়া বিজ্ঞপ্তি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা জানানো হয়েছে। এই নিয়ে বিবৃতি দিয়েছেন রুহুল কবির রিজভী। 

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ হওয়াতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল বিএনপি মহাসচিব এবং আমার স্বাক্ষর জাল করে গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন