নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। তীব্র রোদ উপেক্ষা আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন। এখন স্লোগানে স্লোগানে মুখর পুরো এলাকা। বেলা আড়াইটায় দিকে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন। এছাড়া বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য দেবেন।
এখন পর্যন্ত সমাবেশে বক্তব্য রেখেছেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, তাতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।