সাবেক এমপি ও এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ও এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা একটি মামলা নিয়ে কাজ করছিলাম। এনামুল হক এ মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে। তবে আমরা একটি মামলা নিয়েই কাজ করছিলাম। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে নিয়ে আসার পর তাঁকে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।