Logo
Logo
×

রাজনীতি

৫ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

৫ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার শ্যামলীর রিং রোড এলাকায় পোশাকশ্রমিক রুবেল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ এ আদেশ দেন। এর আগে পুলিশ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে।

গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‌্যাবের একটি দল ফরহাদ হোসেনকে আটক করে আদাবর থানায় হস্তান্তর করে। র‌্যাব-২-এর সিনিয়র এসপি শিহাব করিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালালে রুবেল নামের এক ব্যক্তি নিহত হন। তার বাবা রফিকুল ইসলাম ওই ঘটনায় ২২ আগস্ট হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ৫ আগস্ট আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে যান রুবেল। এ সময় আসামিদের প্রত্যক্ষ-পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেল ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন