Logo
Logo
×

রাজনীতি

হত্যা মামলায় তৌফিক-ই-ইলাহী ৪ দিনের রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

হত্যা মামলায় তৌফিক-ই-ইলাহী ৪ দিনের রিমান্ডে

তৌফিক-ই-ইলাহী চৌধুরী

হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ রিমান্ড মঞ্জুর করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড্ডায় গুলিতে মো. সুমন সিকদার নামের একজন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মো. রেজাউল করিম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তৌফিক-ই-ইলাহীর পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেলে তৌফিক-ই-ইলাহীকে আদালতে হাজির করে পুলিশ। 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন