ওয়াশিংটন ডিসিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল। অনুষ্ঠান পরিচালনা করেন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এই দোয়া মাহফিলে বাংলাদেশের বন্যার্তদের জন্য একটি তহবিল সংগ্রহ করা হয়। এই তহবিলের অর্থ বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।