Logo
Logo
×

রাজনীতি

চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ন করায় ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় সংসদের মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ন করায় ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় সংসদের মামলা

ওবায়দুল ইসলাম সৈকত

চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতা ওবায়দুল ইসলাম সৈকতের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

ওই বিবৃতিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর পান্থপথ সিগনালের পাশে চাঁদপুর স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকতের নেতৃত্বে ১৫/২০ জন  হামলা করে নগদ ৬০ হাজার টাকা লুট করেন।  এবং প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে প্রহার করেন। ওই অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করে এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম বাদী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল প্যাডে কলাবাগান থানার অফিসার ইনচার্জ বরাবর এজাহার দায়ের করে মামলা করেছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন