Logo
Logo
×

রাজনীতি

হাসিনার শাসনামলে বিএনপির ১ হাজার ৫৫১ নেতা-কর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: একেএম ওয়াহিদুজ্জামান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

হাসিনার শাসনামলে বিএনপির ১ হাজার ৫৫১ নেতা-কর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে: একেএম ওয়াহিদুজ্জামান

হাসিনার শাসনামলে বিএনপির ১ হাজার ৫৫১ নেতা-কর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সেক্রেটারি একেএম ওয়াহিদুজ্জামান। সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি। 

একেএম ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, হাসিনার শাসনামলে বিএনপি সবচেয়ে বেশি দমন-পীড়নের শিকার হয়েছে। এ সময় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দেড় লাখেরও বেশি মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় আসামি বিএনপির প্রায় ৬০ লাখ নেতা-কর্মী। 

একেএম ওয়াহিদুজ্জামান জানান, হাসিনার শাসনামলে বিএনপির ১ হাজার ৫৫১ নেতা-কর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ৪২৩ জন গুমের শিকার করা হয়েছেন। আর জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ১৫৭ বিএনপি নেতা-কর্মীকে নিহত হয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন