ইসলামী ব্যাংক থেকে ৮ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৭:৪৫ পিএম
নামে-বেনামে এসআলম গ্রুপকে বিপুল ঋণ ছাড়, দুর্নীতি-অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ইসলামী ব্যাংকের শীর্ষস্থানীয় ৮ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তাদের সবাই এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ব্যাংকটির দুরবস্থার জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ফলে অধিকাংশ মালিকানা এসআলমের থাকা সত্ত্বেও চাপের মুখে অভিযুক্তদের বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও পাঁচজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)। বাকী দুজন ব্যাংকের দুটি বিভাগের প্রধান।
ব্যাংক সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাহ উদ্দিন, কাজী মো. রেজাউল করিম ও মো. আবদুল্লাহ আল মামুন। এছাড়া প্রধান অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা (ক্যামেলকো) তাহের আহমেদ চৌধুরী ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম।
এ বিষয়ে জানতে ব্যাংকটির এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে ফোন করা হলেও তিনি ধরেননি।