বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৫:৩৭ পিএম
আজ বুধবার দলের অন্যতম সেল ‘আমরা বিএনপি পরিবার’-এর ব্যানারে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার দলের অন্যতম সেল ‘আমরা বিএনপি পরিবার’-এর ব্যানারে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
এদিন ঢাকার শহীদ সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য নাজমুল হাসান, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব , শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন, শেকৃবি ছাত্রদলের সভাপতি তাপস, সাংগঠনিক সম্পাদক ফরহাদ প্রমুখ। তারা হাসপাতাল ঘুরে ঘুরে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন।
আহত শিক্ষার্থী ও সাধারণ জনতা চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে সারাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ক্ষতিগ্রস্তদের বিভিন্নভাবে সহায়তা করা হয়।