Logo
Logo
×

রাজনীতি

রিমান্ডে নির্যাতন : সেই থানায় ফুল নিয়ে হাজির নাঈম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:১৮ এএম

রিমান্ডে নির্যাতন : সেই থানায় ফুল নিয়ে হাজির নাঈম

ভিন্নরকম এক উদাহরণ তৈরি করলেন ছাত্রদল নেতা নাঈম। যে থানায় রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছিলেন সেই থানার কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন তিনি।

গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাটডাউন কর্মসূচির সমর্থনে ছাত্রদলের মিছিল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা উবায়দুল্লাহ নাঈমকে আটক করে রাজধানীর মতিঝিল থানা পুলিশ। 

এর পর রিমান্ডের নির্যাতনে অসুস্থ নাঈমকে নেয়া হয় ঢাকা মেডিকেলে। সেখান থেকে জেলে। 

সম্প্রতি জামিন লাভের পর অসুস্থ নাঈম থানায় যান তার ব্যবহৃত মোবাইল ফোন সংগ্রহ করতে। এ সময় মতিঝিল থানায় কর্মস্থলে ফেরা পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।  

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ উবায়দুল্লাহ্ নাঈম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল আহমেদকে জানান, দেশের শান্তি-শৃঙ্খলা, জনগণের নিরাপত্তা, সামাজিক মূল্যবোধ রক্ষায় পুলিশের পাশে থেকে সর্বোচ্চ সহযোগীতা করবে তার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ জাকির হাসান নাঈম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী,  সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল সরকার সুজন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজুল আবেদীন, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান হৃদয়, বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ্, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম, মোঃ আবু জাফর, মোঃ ফয়সাল আহম্মেদ রামীম প্রমুখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন