পটুয়াখালীতে ৮ বছর পর তারেক রহমানের বিরুদ্ধে মামলা খারিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পটুয়াখালীতে ২০১৫ সালের একটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আশিষ রায় মামলাটি খারিজ করে দেন।
বিবাদির আইনজীবী খন্দকার নাসির ও আইনজীবী মেহেদী হাসান রুবেল বলেন, ২০১৫ সালে তারেক রহমানকে আসামি করে মামলাটি মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করেন। মামলা নম্বর (২/২০১৫)। আজ সোমবার বাদির অনুপস্থিতিতে ২৪৭ ধারায় কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিষ রায়ের আদালতে মামলাটি খারিজ করে দেন।