যার যা কিছু আছে, তাই নিয়ে রাজপথে নেমে আসুন: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০১:০৩ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্রদের ডাকে সাড়া দিয়ে যার যা কিছু আছে, তাই নিয়ে রাজপথে নেমে আসুন। প্রতিরোধ গড়ে তুলুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন। যার যা কিছু আছে, যে অবস্থানে যেখানেই আছেন, তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। সতর্ক থাকুন। হাসিনার বিদায় মাত্র সময়ের ব্যাপার। রবিবার (৪ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।
সেনাবাহিনীর উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীর কাছে আহ্বান জানাবো যে, দেশপ্রেমিক’ শব্দটির মর্যাদা রক্ষা করে ব্যারাকে ফিরে যান। বাংলাদেশের জনগণ আপনাদের নামের সাথে সবসময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে। নিশ্চয়ই আপনারা সেই শব্দটির মর্যাদা রক্ষা করবেন। জনগণের কাতারে থেকে দেশের পক্ষে থাকবেন। কোনো ব্যক্তি বা দলের পক্ষে থাকবেন না। সেনাবাহিনীকে অনুরোধ করবো ব্যারাকে ফিরে যান।