রাজধানীতে কমপ্লিট শাটডাউন সমর্থনে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৪:২৪ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির সমর্থনে রাজধানীতে ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল করেছে সংগঠনের সাবেক ও বর্তমান বিপুল সংখ্যক নেতা-কর্মী। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১টার দিকে রাজধানীর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে পুরানা পল্টন মোর দিয়ে বিজয় নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিল থেকে কমপ্লিট শাটডাউনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান, ওমর সানী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সোহেল, নিজাম উদ্দিন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, সহ সাংগঠনিক সম্পাদক শমিম আকন, মেহেদী হাসান সোহাগ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।