Logo
Logo
×

রাজনীতি

কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য: মির্জা আব্বাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম

কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারি চাকরি ক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য। ছাত্রদের আন্দোলন যৌক্তিকতা আছে। কোটা আন্দোলনের পেছনে সরকার ভিন্ন কিছু করছে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

আজ শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা শেষে এসব কথা বলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস আরও বলেন, বেগম জিয়া খুব অসুস্থ।

বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ঢাকা মহানগর কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, সরফত আলী সপু, তাবিথ আউয়াল, যুবদলের আবদুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, এসএম জিলানীসহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিপুল প্রমুখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন