Logo
Logo
×

রাজনীতি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে জামায়াতের অভিনন্দন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতার আশা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৮:২৬ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে জামায়াতের অভিনন্দন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতার আশা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, গ্রেট ব্রিটেনের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি তিনি বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ও ন্যায়সংগত ভূমিকা পালন করবেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে তাঁর বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন