Logo
Logo
×

রাজনীতি

পুলিশের বাধায় পণ্ড বাম জোটের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৪:২২ পিএম

পুলিশের বাধায় পণ্ড বাম জোটের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচি

পুলিশের বাধায় পণ্ড হয়েছে বাম গণতান্ত্রিক জোটের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচি। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, খেলাপী ঋণ-ব্যাংক ডাকাতি রোধ, দুর্নীতিবাজদের আয়ের সঙ্গে সংগতিহীন সম্পদ বাজেয়াপ্ত এবং দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ মঙ্গলবার এই কর্মসূচির আয়োজন করেছিল তারা। 

এর আগে দুপুরে বাম গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল নিয়ে জোটের নেতারা যেতে চাইলে পল্টন মোড়ে পুলিশের বাধায় পড়েন। এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেড ধরে কিছুক্ষণ ধাক্কাধাক্কি করেন। পরে পুলিশের অনুরোধে পল্টন মোড়েই অবস্থান নেন জোটের নেতারা। 

জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘সরকারি দলের নেতারা বলেন, সরকার নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বেনজীর সাহেব যখন পুলিশপ্রধান এবং র‍্যাবের ডিজি ছিলেন, তখন তিনি অবৈধভাবে সাতটি বেসামরিক পাসপোর্ট করেছেন। তাঁর বিরুদ্ধে জিরো টলারেন্সের নমুনা দেখা যাচ্ছে!’ 

তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের নামে মামলা আর গ্রেপ্তার হওয়ার আগেই তারা ব্যাংকের সব টাকা নিয়ে পালিয়ে যায়। মতিউরও নাকি মাথা টাক করে সীমান্ত অতিক্রম করেছে। তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি কী করে?’ 

বাধা বিষয়ে জানতে চাইলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, ‘মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট আশপাশের এলাকায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা নেতৃবৃন্দকে অনুরোধ করেছি। তারা চেষ্টা করেছিল ব্যারিকেড ছেড়ে চলে যাওয়ার। পরে তাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের অনুরোধ রেখে এখানেই তাদের প্রোগ্রাম স্থগিত করেছে।’ 

এই সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন