Logo
Logo
×

রাজনীতি

বান্দরবানে দলের ৭ নেতাকর্মী গ্রেপ্তারের নিন্দা জামায়াতের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০১:১৩ পিএম

বান্দরবানে দলের ৭ নেতাকর্মী গ্রেপ্তারের নিন্দা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বান্দরবান জেলা শহর জামায়াতের সাত নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। গতকাল রবিবার (৩০ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানান। 

বিবৃতিতে তিনি  বলেন, ‘গত ২৭ জুন পুলিশ বান্দরবান জেলা শহর জামায়াতের ৭ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। সম্পূর্ণ বিনা কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশ তাদেরকে ২ দিন ২ রাত থানায় আটকে রেখে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে কোর্টে চালান দিয়েছে। কোর্ট জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। আমি সরকারের এই অন্যায় জুলুম-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বর্তমান জালিম সরকার গত ১৫ বছর যাবত জামায়াতসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিনা কারণে বছরের পর বছর বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটক রেখে হয়রানি করা হচ্ছে। সরকারের গ্রেপ্তার আতঙ্কে বিরোধীদলের বহু নেতাকর্মী ঘরছাড়া হয়েছে। অনেকের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। বিনা ভোটের সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিরোধীমতের কণ্ঠ বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এভাবে জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না।’

জুলুম-নির্যাতন বন্ধ করে বান্দরবান জেলা শহরের ৭ নেতাকর্মীসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেপ্তার সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন