Logo
Logo
×

রাজনীতি

নয়াপল্টনে সমাবেশ শুরু, আট মাস পর নতুন কর্মসূচিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৩:১৯ পিএম

নয়াপল্টনে সমাবেশ শুরু, আট মাস পর নতুন কর্মসূচিতে বিএনপি

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। 

বিএনপির কার্যালয়কে পেছনে রেখে সমাবেশের  মঞ্চ তৈরি করা হয়েছে। পুরানা পল্টন, বিজয় নগর, ফকিরাফুল ও আরামবাগ এলাকায় জনসমাগম ছড়িয়ে গেছে। সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির অন্য নেতারাও মঞ্চে উপস্থিত আছেন। সমাবেশ পরিচালনা করছেন সুলতান সালাউদ্দিন টুকু। 

 এর আগে বিএনপির নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়েসমাবেশে যোগ দেন। এ ধরনের মিছিল আসা অব্যাহত রয়েছে। 

গত বুধবার বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। প্রথম দিনে নয়াপল্টনে সমাবেশ। সেটি আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রায় আট মাস পর নতুন করে কর্মসূচি শুরু করল বিএনপি। এরপর ১ ও ৩ জুলাই  সারা দেশের সব মহানগর ও জেলা শহরে সমাবেশ করবে দলটি। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন