বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে এই পরোয়ানা জারি করেন।
বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক। তিনি বলেন, সোনারগাও থানা দায়ের করা মামলা আদালাতে হাজিরা মিস হওয়ায় মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
উল্লেখ্য, মামুনুল হক গত ৪ এপ্রিল সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় জামিন পান। ৩ মে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন।
এর আগে ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। তবে তার অনুসারীরা ওই রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেয়। একই বছরের ১৮ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তার সাথে থাকা ওই নারী এ ঘটনার ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।