Logo
Logo
×

রাজনীতি

ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়াকে জরুরি সেবা না দেওয়ার অভিযোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১১:৪৪ পিএম

ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়াকে জরুরি সেবা না দেওয়ার অভিযোগ

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স ও জরুরি ওষুধ সেবা দিতে অস্বীকার করার অভিযোগ উঠেছে।  আজ রোববার খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয় নিয়ে মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এভার কেয়ার হাসপাতাল দক্ষিণ গেইটে ( কোকাকোলা গেইট ) ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'খালেদা জিয়া যেদিন অসুস্থ হয়েছিলেন রাত্রী বেলায়, শুক্রবার দিবাগত রাত্র ২টা ৮ মিনিটের সময়। আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের সাহায্য করার জন্য। ওনাকে ট্রান্সফার করার জন্য। অত্যন্ত পরিতাপের বিষয়, হাসপাতালের নাকি নিময় হচ্ছে, তাদের হাসপাতালেরই ভর্তি হলেই রোগীকে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে। এটা অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে?'

তিনি আরও বলেন, 'দুই অ্যাম্পুল ইনজেকশনের জন্য তাদের অনুরোধ করেছিলাম। হসপিটালের ডিউটি ম্যানেজার ও চিকিৎসকদের। তবে তারা প্রত্যাখান করেছে। তাদের বক্তব্য ছিল রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না। অর্থাৎ রোগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয়, তাহলেই জরুরি চিকিৎসা পাবে। অন্যথায় পাবে না। এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। এই ধরনের জরুরি ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আদৌও আছে কী না, আমার মনে হয় সত্যিকার অর্থে দেশে তো একটা নিয়মতান্ত্রিক শাসনব্যবস্থা নাই। সেই জন্য কোনো নিয়মনীতির তোয়াক্কা কোথায় নাই?'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার সাব্বির আহমেদের দাবি করেন, এমন কিছু তিনি জানেন না। খোঁজ করে বলতে হবে৷

আধা ঘণ্টা পর  সাব্বির আহমেদ বাংলা আউটলুকে জানান, শুক্রবার রাতে টেলিফোনে বিএনপির পক্ষ থেকে কোনো একজন রোগীকে এভারকেয়ার হসপিটালে নেয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স চাওয়া হয়। সে সময় তাকে জানানো হয় যে অ্যাম্বুলেন্স নেই। এছাড়া স্বাভাবিক ভাবে যে হসপিটালের অ্যাম্বুলেন্স সেখানে ভর্তি করানো না হলে তা দেয়ার নিয়মও নেই। তখন তাদের জানানো ইউনাইটেড হসপিটালে এখন অ্যাম্বুলেন্স নেই আপনারা চাইলে বাইরে থেকে ম্যানেজ করে দেওয়া যেতে পারে। তবে এরপর তারা আর আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানতে পেরেছি।  

তিনি দাবি করেন, তারা যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স চাইছেন, সে বিষয়টা একবারের জন্যও বলেননি।

এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার আরিফুল হক বলেন, যেহেতু শুক্রবারের বিষয়, এখনো আমার কানে আসেনি। আমি জেনে আপনাদের জানাবো। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন