Logo
Logo
×

রাজনীতি

লেবার পার্টির চেয়ারম্যান ইরান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৮:১৩ পিএম

লেবার পার্টির চেয়ারম্যান ইরান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালি ও নেছারাবাদ এলাকায় দলীয় কর্মকাণ্ড শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের বাবলাতলা এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় তার সফরসঙ্গী লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী ও কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান আহত হন।

পরে তাদের তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন। এখন বাড়িতে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। দুর্ঘটনায় লেবার পার্টির চেয়ারম্যানের দুই হাত, বাম পা, মুখ মারাত্মকভাবে জখম হয়েছে।

লেবার পার্টির প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে লেবার পার্টি ও তার পরিবারের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন