Logo
Logo
×

রাজনীতি

সংসদে কোটাবিরোধীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ১২:৩৬ এএম

সংসদে কোটাবিরোধীদের সঙ্গে সমঝোতার প্রস্তাব

রফিকুল ইসলাম বীরউত্তম

কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সরকারের সমঝোতা করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন সংসদ সদস্য (এমপি) রফিকুল ইসলাম বীরউত্তম। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। চলমান এ আন্দোলন যেন জনগণকে সরকারের বিরুদ্ধে না নিয়ে যায় সেটা অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। 

মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন সম্পর্কে রফিকুল ইসলাম বলেন, 'যুদ্ধ করাছিলাম এ প্রজন্মকে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তারা আন্দোলন করছে, সেই ভাষা আমাদের বুঝতে হবে। সেটা অনুধাবন করে সমঝোতার মাধ্যমে মিটমাট করতে হবে। যাতে এ আন্দোলনটা জনগণকে আমাদের পক্ষ থেকে সরিয়ে নিয়ে না যায়। কারণ এ প্রজন্মের কাছে একদিন আমরা ক্ষমতা হস্তান্তর করব।'

তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির নিয়োগে কোটা প্রথা বহাল রাখতে আদালতের দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান। তিনি বলেন, 'চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা ছিল তা বহাল রাখার রায় দিয়েছে হাইকোর্ট। এ জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই। তা পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই।'

রফিকুল ইসলাম চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। সংসদে তিনি আরও বলেন, বাজেটে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঘাটতি। এ ঘাটতি বাজেট পূরণে ঋণ নিতে না পারলে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে। 


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন