রফিকুল ইসলাম বীরউত্তম
কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সরকারের সমঝোতা করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন সংসদ সদস্য (এমপি) রফিকুল ইসলাম বীরউত্তম। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। চলমান এ আন্দোলন যেন জনগণকে সরকারের বিরুদ্ধে না নিয়ে যায় সেটা অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন সম্পর্কে রফিকুল ইসলাম বলেন, 'যুদ্ধ করাছিলাম এ প্রজন্মকে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তারা আন্দোলন করছে, সেই ভাষা আমাদের বুঝতে হবে। সেটা অনুধাবন করে সমঝোতার মাধ্যমে মিটমাট করতে হবে। যাতে এ আন্দোলনটা জনগণকে আমাদের পক্ষ থেকে সরিয়ে নিয়ে না যায়। কারণ এ প্রজন্মের কাছে একদিন আমরা ক্ষমতা হস্তান্তর করব।'
তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির নিয়োগে কোটা প্রথা বহাল রাখতে আদালতের দেওয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান। তিনি বলেন, 'চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা ছিল তা বহাল রাখার রায় দিয়েছে হাইকোর্ট। এ জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই। তা পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই।'
রফিকুল ইসলাম চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। সংসদে তিনি আরও বলেন, বাজেটে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঘাটতি। এ ঘাটতি বাজেট পূরণে ঋণ নিতে না পারলে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে।