Logo
Logo
×

রাজনীতি

মিয়ানমার সরকার নয়, আরাকান আর্মি গুলি ছুঁড়েছে : কাদের

Icon

ইউএনবি

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১১:০৪ পিএম

মিয়ানমার সরকার নয়, আরাকান আর্মি গুলি ছুঁড়েছে : কাদের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কথা তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে সরাসরি কোনো হামলা দেখা যায়নি। তিনি বলেন, মিয়ানমারে বেশ কয়েকটি জাতিগত গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের অংশ হিসেবে সম্ভবত বিদ্রোহী গোষ্ঠীগুলো সাম্প্রতিক এসব ঘটনা ঘটিয়েছে, মিয়ানমার সরকার নয়।

আজ বুধবার (১৯ জুন) মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ‘সীমান্তে গুলি আসতে পারে বা গুলির শব্দ শোনা যেতে পারে। এটা কি সার্বভৌমত্বের লঙ্ঘন? এসব ঘটনা তাদের বিদ্রোহীদের কারণে ঘটছে। এর জন্য আমরা কেন মিয়ানমার সরকারকে দায়ী করব? যতদিন সম্ভব আমরা আলোচনা চালিয়ে যাব।’

সেন্টমার্টিন ইস্যুতে সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধীরা সরকারের সিদ্ধান্তকে আজ্ঞাবহ হিসেবে আখ্যায়িত করছে। কিন্তু কীভাবে তা আজ্ঞাবহ হয়? সেন্টমার্টিনে যে বুলেট পড়েছে সেটি মিয়ানমার সরকারের নয়, আরাকান আর্মির বিদ্রোহীদের ছোঁড়া।’

যুদ্ধের পরিবর্তে সংলাপের মাধ্যমে সংঘাত নিরসনে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মিয়ানমারের জাহাজটি সরিয়ে ফেলা হয়েছে। রোহিঙ্গারা যখন জোয়ারের মতো বাংলাদেশে প্রবেশ করে, তখনো উসকানি ছিল। মাঝেমধ্যে আমাদের আকাশসীমা লঙ্ঘন করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। ওই সময় ওয়াশিংটনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী প্রধানদের যেকোনো পরিস্থিতিতে যুদ্ধ এড়িয়ে চলার নির্দেশ দেন। মিয়ানমার উসকানি দিলে আমরা সংলাপে বসব এবং সমাধান বের করব, কিন্তু আমরা যুদ্ধে জড়াব না।’

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে তীব্র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে- এ প্রসঙ্গে ওবায়দুল কাদের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে আমরা উসকানির ফাঁদে পড়তে পারি। আমরা সরকারে আছি, আমাদের দায়িত্ব আছে।’

মুক্তিযুদ্ধে ফখরুলের অবদান নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন,‘আমি জানি না ফখরুল কী করেছিলেন বা মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন। এ ধরনের দাবি করে কোনো লাভ নেই। সার্বভৌমত্ব অক্ষুণ্ন রয়েছে। যদি সত্যিই সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় এবং আলোচনা ব্যর্থ হয়, যদি তারা সত্যিই আক্রমণ করে, আমরা কি চুপ করে বসে থাকব? আমাদের জবাব দিতে হবে।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন