Logo
Logo
×

রাজনীতি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

Icon

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৬:৪৫ পিএম

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে ১৯৭৫ সালের আগস্টের মতো ঘটনা ঘটাতে স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে।

শনিবার (১৫ জুন) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বলেন, ‘এখন কিছু মানুষ সেই চেষ্টাই করছে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশের তিক্ত অভিজ্ঞতা হয়, যখন নগদ টাকায় কেনা খাদ্যশস্য বাংলাদেশে আসতে দেওয়া হয়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণমানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য সে সময় এক কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করা হয়েছিল। তা করতে ব্যর্থ হলে তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা সাজায়।

এ সময় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকারও বক্তব্য রাখেন।

পরে প্রধানমন্ত্রী সর্বোচ্চ সংখ্যক গাছ লাগানো কৃষক লীগ নেতাদের হাতে পুরস্কার তুলে দেন। সূত্র : বাসস

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন