Logo
Logo
×

রাজনীতি

নব্বইয়ের তুখোড় ছাত্রনেতা শফী আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০২:৫০ এএম

নব্বইয়ের তুখোড় ছাত্রনেতা শফী আহমেদ মারা গেছেন

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের সর্বদলীয় ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৩ জুন)  তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। এ তথ্য নিশ্চিত করেছেন শফী আহমেদের স্ত্রী তাহেরা খন্দকার। 

তাহেরা খন্দকার বলেন, আজ বিকেলে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি।

নব্বইয়ের ছাত্র আন্দোলনের সময় জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন শফী আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। এরপর আওয়ামী লীগে যোগ দেন। 

শফী আহমেদ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। পরে দলটির মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য হোন। ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা–৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন শফী আহমেদ। এরপর গত চারটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শফী আহমেদ। তবে মনোনয়ন ফরম বাতিল হয়ে যায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন