Logo
Logo
×

রাজনীতি

বায়তুল মুকাদ্দস উদ্ধারে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৪, ১১:২৭ পিএম

বায়তুল মুকাদ্দস উদ্ধারে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে: চরমোনাই পীর

 চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জালেম ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় এবং বায়তুল মুকাদ্দস উদ্ধারে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। সাম্রাজ্যবাদ মার্কিনীরা মানবতার কথা বলে ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনের নারী শিশু পুরুষদের নির্বিচারে হত্যা করছে। ওরা (মার্কিনী) বড় ধোকাবাজ। বর্তমান সরকারও ইসরায়েলের সাথে সখ্যতা গড়ে তুলতে পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরাইল কথাটা উঠিয়ে দিয়েছে। এই সরকারও ধোকাবাজ।

দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী-পুরুষ-শিশু গণহত্যা বন্ধ, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বায়তুল মুকাদ্দাস মুক্ত করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম ফুটওভার ব্রিজের সামনে গণমিছিলের আয়োজন করে। মিছিলের পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকারের কিছু কর্মকর্তাকে দেখলে হাঁসি পায়। তাদের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার দুর্নীতি নিয়ে নড়াচড়া শুরু করছে। তারা কি আগে জানতো না এসব দুর্নীতিবাজ চাটুকারদের অপরাধের কথা। এই ধোকাবাজ সরকারের বিরুদ্ধেও গণআন্দোলন গড়ে তুলতে হবে। তিনি ফিলিস্তিনিদের পক্ষে সর্বপ্রকার সহযোগিতার লক্ষ্যে সকল ইসরায়েলি পণ্য এবং তাদের দোসরদের পণ্যসমূহ বর্জন করার উদাত্ত আহবান জানান। 

গণমিছিলে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা আজাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রিন্সিপাল শেখ ফজলে বারি মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, ছাত্র নেতা নূরুল বশর আজিজি, মাওলানা মো. আরিফুল ইসলাম, ডা. মো. শহিদুল ইসলাম, মাওলানা আল আমিন, মুফতি আজিজুল হক ফইয়াজ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন