Logo
Logo
×

রাজনীতি

এমপি আনার কোলকাতায়, যা জানা গেল

Icon

ঢাকা অফিস

প্রকাশ: ২১ মে ২০২৪, ১২:৩৬ এএম

এমপি আনার কোলকাতায়, যা জানা গেল

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার বর্তমানে কোলকাতায় আছেন বলে বাংলাদেশের ডিবি পুলিশ নিশ্চিত হয়েছে। তবে, নানান সমীকরণে এখনই তা প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন ডিবির শীর্ষ এক কর্মকর্তা।  তিনি জানান, ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান এমপি আনার। ১৬ মে সকাল পর্যন্ত তার ব্যক্তিগত সহকারী আবদুর রউফের সাথে যোগাযোগ ছিল। ১৬ তারিখ বিকেল থেকে তার বাংলাদেশি এবং ভারতীয় দুটি মোবাইল ফোনই বন্ধ, কখনো খোলা পাওয়া যাচ্ছে। 

আনার একজন সংসদ সদস্য। আর ভারতে তিনি আগে থেকেই বেশ পরিচিত। সে কারণে তিনি নিখোঁজ হাওয়াটা শুরু থেকেই একটু রহস্যজনক মনে করেছে কোলকাতা ও বাংলাদেশ পুলিশ। তিনি আরো জানান, কারণ অনুসন্ধান করতে গিয়ে বাংলাদেশের ডিবি মোবাইল ফোন ট্র্যাক করে আনারের বর্তমান অবস্থান কোলকাতায় পেয়েছেন। ১৬ তারিখ রাতে এমপি আনারের সাথে কোলকাতার এক নারীকে পাওয়া গেছে। ওই রাতে আনার মদ্যপ অবস্থায় ছিলেন; এবং অতিরিক্ত মদ্যপানে বেসামাল হয়ে পড়েন। সে কারণেই মূলত এমপি আনার তার সবগুলো মোবাইল নিজেই বন্ধ করে রেখেছেন বলে বাংলাদেশের ডিবি এবং কোলকাতা পুলিশ নিশ্চিত হয়েছে। 

ডিবি প্রধান হারুন অর রশিদ আরো জানান, “এমপি আনারের হাতে দুটি মোবাইল নম্বর রয়েছে। এর একটি বাংলাদেশি অপরটি ভারতীয়। দুটি নম্বরই কখনো বন্ধ আবার কখনো খোলা পাওয়া যাচ্ছে।” 

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ও আনারের অবস্থান শনাক্ত করতে পেরেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ইঙ্গিত দিয়েছেন। ডিবি প্রধান হারুন অর রশিদও কৌশলে বলেছেন, “দু-এক দিনের মধ্যেই এমপি সাহেবের সব তথ্য প্রকাশ করা হবে।”   

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোযারুল আজিম ভারতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ বলে ডিবি পুলিশের কাছে অভিযোগ করে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। অভিযোগে ডরিন উল্লেখ করেছেন, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে সংসদ সদস্যের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন। এ নিয়ে স্বজনেরা উদ্বিগ্ন।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সাল থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য তিনি। তার বিরুদ্ধে ভারত থেকে মাদক চোরাচালানসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। এছাড়া বেশ কয়েকটি আলোচিত খুনের সাথেও আনারের প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগসহ সাধারণ মানুষের অভিযোগ বেশ পুরোনো। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন