Logo
Logo
×

অন্যান্য সংবাদ

আল আকসা মসজিদের ইমাম গ্রেপ্তারের ঘটনাটি ২০১৬ সালের

Icon

ইউএনবি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৩২ পিএম

আল আকসা মসজিদের ইমাম গ্রেপ্তারের ঘটনাটি ২০১৬ সালের

সম্প্রতি ‘ইন্না-লিল্লাহ! পবিত্র আল আকসা মসজিদের খতিব ডঃ শেখ মোহাম্মদ সালিম মুহাম্মদ আলী গ্রেপ্তার। আল আকসার খুৎবা শেষে তাঁকে গ্রেপ্তার করেন দখলদার বাহিনী।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে ৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আল আকসা মসজিদের ইমাম মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তারের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এটি ২০১৬ সালের ঘটনা। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড করে সাম্প্রতিক সময়ে আল আকসা মসজিদের ইমাম গ্রেপ্তার হওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম ‘TRT World’ এর ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ৯ এপ্রিল ‘Palestinian media reports Al  Mosque Imam arrested’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর ১০ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবুহু মিল রয়েছে।

পরবর্তীতে, একই ঘটনায় অন্তর্জাতিক গণমাধ্যম ‘Palestine Chronicle’ এর ২০১৬ সালের ১০ এপ্রিল ‘Arrest of Al-Aqsa Imam ‘Violation of International Law,’ Insists Jordan’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

ওই প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় জুমার খুতবা দেওয়ার পর মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জর্ডানের ধর্ম বিষয়ক ও দানমন্ত্রী হাইল দাউদ বলেছিলেন, “এটি আল আকসা মসজিদের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং এটি দখলদার কর্তৃপক্ষ হিসেবে তাদের নিজস্ব কর্তব্য এবং অঙ্গীকারের লঙ্ঘন, এটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।” তার মন্ত্রণালয় ইমামের গ্রেপ্তারের বিষয়টি জেনে কয়েক ঘন্টা ইসরায়েলি হেফাজতে থাকার পর তাকে মুক্তির ব্যবস্থা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ০২ আগস্ট আল-আকসা মসজিদের ইমাম এবং জেরুজালেমের উচ্চতর ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরেমা সাবরিকে আল আকসা মসজিদে জুমার খুতবা চলাকালীন সময়ে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী।

সুতরাং, ২০১৬ সালে আল আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তারের ঘটনাকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন