বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর স্ত্রীকে নির্যাতনের ভুয়া ভিডিও প্রচার

রিউমর স্ক্যানার
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পিএম
-67fa837804972.jpg)
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীকে একজন পুরুষের মারধর করার একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, “দেখুন তো চিনতে পারেন কিনা?? বাংলাদেশের ইলোন মাস্ক। বাঙ্গু মুমিনাদের আইডল ড্রিল বয় আশিক। নিজের স্ত্রীকে নির্যাতন নাকি প্রেম করছে”। এছাড়াও, একই ভিডিও প্রচার করে কিছু পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ড্রিল বেবি আশিকের স্ত্রী নির্যাতনের ভিডিও ভাইরাল!”
অর্থাৎ, দাবি করা হয়েছে যে প্রচারিত ভিডিওটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর স্ত্রীকে নির্যাতনের দৃশ্য।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর স্ত্রীকে নির্যাতনের দৃশ্যের নয় বরং, ডিজে জিমার (DJ Ximer) নামে পরিচিত ভিয়েতনামের এক ব্যক্তির তার স্ত্রীকে মারধরের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Minh Chiêu Anh’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১১ এপ্রিলে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে একটি ভিডিও এবং দুইটি ছবি সংযুক্ত করে ক্যাপশনে ভিয়েতনামিজ ভাষায় লেখা হয়, “সরকারি সংস্থাকে পরিবার নির্যাতনের এই ঘটনার ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা করার অনুরোধ জানানো হয়েছে। ঘটনার পূর্বে, ডিজে জিমার ধারাবাহিকভাবে সামাজিক মাধ্যমে তাঁর পরিবারের ছবি আপলোড করে, একজন আদর্শ স্বামী ও বাবারূপে নিজেকে গড়ে তুলছিলেন – যিনি কাজ করে অর্থ উপার্জন করেন এবং একসাথে গৃহস্থালি কাজেও স্ত্রীকে সাহায্য করেন। কিন্তু আসলে, ডিজে নোগ ফান-এর মুখে যা দেখা যায়, তা একেবারে ভিন্ন।” (এআই কর্তৃক অনূদিত)। উক্ত পোস্টটিতে সংযুক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।
ওই পোস্টটিতে উল্লিখিত ডিজে জিমার (DJ Ximer) এর নামের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিয়েতনামনেটের ওয়েবসাইটে “‘Người ấy là ai’ অনুষ্ঠানের DJ Ximer স্ত্রীর উপর নির্যাতনের ভিডিও প্রকাশের পর দুঃখ প্রকাশ করেছেন এবং আর কখনও এমন ঘটনা না ঘটানোর অঙ্গীকার করেছেন।” (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত) শীর্ষক শিরোনামে গত ১১ এপ্রিলে ভিয়েতনামিজ ভাষায় প্রচারিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত সংবাদ প্রতিবেদনে প্রচারিত ভিডিওটির একটি স্ক্রিনশটও সংযুক্ত করা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, “তীব্র সমালোচনার শিকার হয়ে ফান নোগ (ডিজে জিমার) তার ব্যক্তিগত প্রোফাইল থেকে সম্প্রতি দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন এবং “প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছে পুনরায় অপরাধ না করার অঙ্গীকার” জানিয়েছেন।”
এছাড়াও, একইদিনে পরবর্তীতে উক্ত গণমাধ্যমের ওয়েবসাইটে ভিয়েতনামিজ ভাষায় “হ্যানয়ে স্বামীর নির্মম নির্যাতনের শিকার স্ত্রী মুখ খুললেন” শীর্ষক শিরোনামে এ বিষয়ে প্রকাশিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটিতে বলা হয়, “একটি ভিডিওতে দেখা যায়, স্বামী এক নারীর মাথা ও মুখে বারবার মারছে — যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত ভিডিওটি নিয়ে VietnamNet-এর সাংবাদিক ভুক্তভোগী স্ত্রী টি.এল.-এর (বর্তমানে হ্যানয়ে বসবাসরত) সঙ্গে ছোট্ট একটি সাক্ষাৎকার নিয়েছেন।
তিনি (ভুক্তভোগী) জানান, এই ঘটনা ঘটেছে ৯ এপ্রিল বিকেলে। ঘুমের ঘরে, স্বামী “স্ত্রীকে ভুল বোঝা” এবং “আবেগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা”-র কারণে তাঁর মুখে বারবার আঘাত করেন। টি.এল. বলেন: “১০ এপ্রিল ভোর ৪টার দিকে আমি ভিডিওটা একটা সোশ্যাল মিডিয়া গ্রুপে পোস্ট করেছিলাম। ঘটনাটা আমাকে খুব কষ্ট দিয়েছে, তাই শুধু নিজের মনের কথা ভাগাভাগি করতে চেয়েছিলাম। ওই দিন বিকেল সাড়ে ৫টার একটু পর ভিডিও আর পোস্টটা গ্রুপ অ্যাডমিন অনুমোদন দেন (এপ্রুভ করেন)। কিন্তু মাত্র ২ মিনিট পর আমি ভিডিওটা মুছে ফেলি — তখন ততক্ষণে ভিডিওটা ছড়িয়ে পড়েছে।” (এআই কর্তৃক অনূদিত)
তিনি জানান, ঘটনার পর দু’জন মিলে প্রশাসনের সাথে কথা বলেন। সেখানে তার স্বামী লিখিতভাবে স্বীকারোক্তি দেন এবং আর কখনও স্ত্রীকে নির্যাতন করবেন না বলে মুচলেকা দেন।”
এছাড়াও, আরো একাধিক ভিয়েতনাম ভিত্তিক সংবাদমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায় যা থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি ভিয়েতনামের এবং মারধর করা ব্যক্তি ডিজে জিমার (DJ Ximer) নামে পরিচিত।
সুতরাং, ডিজে জিমার (DJ Ximer) নামে পরিচিত ভিয়েতনামের এক ব্যক্তির তার স্ত্রীকে মারধরের দৃশ্যকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর স্ত্রীকে নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।