Logo
Logo
×

অন্যান্য সংবাদ

‘বিদেশ গমন, বেকারত্ব, দুর্নীতি’ বিষয়ে জরিপে যেসব তথ্য পাওয়া গেল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১১:২৬ এএম

‘বিদেশ গমন, বেকারত্ব, দুর্নীতি’ বিষয়ে জরিপে যেসব তথ্য পাওয়া গেল

ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ‘নেক্সট জেনারেশন বাংলাদেশ ২০২৪’ নামে একটি জরিপের ফল প্রকাশ হয়েছে। 

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এই ফল প্রকাশিত হয়।

জরিপটি গত বছর নভেম্বর ও ডিসেম্বর পরিচালিত হয়। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৩ হাজার ৮১ জন জরিপে অংশ নেন।

জরিপের ফল

জরিপে অংশগ্রহণকারী ৩৭ শতাংশ বলেছে, বেকারত্বের প্রধান কারণ দুর্নীতি। ২০ শতাংশ নিয়োগে বৈষম্য হয়। ১৮ শতাংশ  মানুষ পারিবারিক জীবন ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য রাখতে পারে না।

৪৪ শতাংশ এক বছরের মধ্যে ব্যবসা শুরু করতে চায়।

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহী ছিলেন ৭২ শতাংশ।

৬৫ শতাংশ তরুণ নিজেদের বিচ্ছিন্ন মনে করেছিল।

৬৬ শতাংশ তরুণ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে। 

ছেলেদের ৭৭ শতাংশ এবং মেয়েদের ৫৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।

২৭ শতাংশ নারী পারিবারিক সহিংসতার শিকার।

৩০ শতাংশ তরুণ মনে করে, মেয়েরা পুরুষের সমান নয়। 

২৫ শতাংশ তরুণ মনে করে, ঘরের বাইরে পুরুষের মতো একই স্বাধীনতা পাওয়া উচিত না মেয়েদের।

৪৯ শতাংশ মনে করে, দেশে পাঠদানের মান খুব নিম্ন। আধুনিক কর্মবাজারের সঙ্গে সামঞ্জস্যহীন বলে তাদের অভিযোগ। তারা শিক্ষাকে ১ নম্বর গুরুত্বপূর্ণ ক্ষেত্র মনে করেছে। 

ফল প্রকাশ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হেলেন সিলভেস্টার, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন