Logo
Logo
×

অন্যান্য সংবাদ

খুলে দেওয়া হলো সাজেক পর্যটন কেন্দ্র, ইতোমধ্যে ক্ষতি ১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পিএম

খুলে দেওয়া হলো সাজেক পর্যটন কেন্দ্র, ইতোমধ্যে ক্ষতি ১৫ কোটি টাকা

এক মাসেরও বেশি সময় পর আর মঙ্গলবার (৫ নভেম্বর) পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটন কেন্দ্রগুলো।

বাঘাইছড়ির ইউএনও শিরিন আক্তার গণমাধ্যমকে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে প্রশাসন। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই।

গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙামাটি জেলা প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় সাজেকে পর্যটকদের প্রবেশ।

পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা। তিনি বলেন, এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন -জীবিকা জড়িত। পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখাতে অনেকে বেকার হয়ে পড়েছে। পর্যটন চালু হওয়ায় সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।

খাগড়াছড়ির জেলাপ্রশাসক মো. শহিদুজ্জামান বলেন, এক মাসের বেশি সময় পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এ খাতে ক্ষতি হয়েছে অন্তত ১৫ কোটি টাকা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন