সোমবার রয়্যাল এনফিল্ড বাজারে আসছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম
আগামী সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক ইফাদ মোটরস বাজারে নিয়ে আসছে এই আইকনিক ব্র্যান্ডের মোটরসাইকেল। ইফাদ মোটরস লিমিটেডের সূত্রে জানা গেছে, তারা বুলেট, মেটিওর, হান্টার ও ক্লাসিক—এই চারটি ৩৫০ সিসির মডেল বাজারে আনবে।
প্রতিযোগিতামূলক দামে ক্রেতাদের জন্য ১২ রঙের বাইক বাজারে থাকবে। তবে প্রাথমিকভাবে একটি বা দুটি মডেলের তিন থেকে পাঁচ রঙের বাইক পাওয়া যাবে। সোমবার দুপুরে অনলাইনে লঞ্চ করা হবে। পরে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে মডেলগুলো উন্মোচিত হবে।
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের সঠিক দাম জানা যায়নি। তবে প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এর দাম হবে চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে হবে।
টেস্ট রাইডাররা জানিয়েছেন, নতুন প্রজন্মের রয়্যাল এনফিল্ড মডেলগুলো ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আরও উন্নত পারফরম্যান্স নিশ্চিত করবে।
উল্লেখ্য, আগে দেশে মোটরসাইকেলের জন্য ইঞ্জিনের ক্ষমতার সীমাবদ্ধতা ছিল। তবে সরকার ২০২৩ সালের সেপ্টেম্বরে এই বিধিনিষেধ শিথিল করে ৩৫০ সিসির মোটরবাইককে অনুমতি দেয়।