Logo
Logo
×

অন্যান্য সংবাদ

বাংলাদেশি শ্রমিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা 'অরাজনৈতিক ও পর্যালোচনাধীন': ওমান রাষ্ট্রদূত

Icon

ইউএনবি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০২:৫৫ এএম

বাংলাদেশি শ্রমিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা 'অরাজনৈতিক ও পর্যালোচনাধীন': ওমান রাষ্ট্রদূত

ওমান সালতানাতের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি বলেছেন, ওমানি কর্তৃপক্ষের নিয়মিত পর্যালোচনার পর বাংলাদেশি শ্রমিক নিয়োগের উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ ‘অরাজনৈতিক ও অস্থায়ী’।

রবিবার (৭ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।

রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমানে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে পর্যালোচনাধীন বিষয়টি। উভয় পক্ষের মধ্যে কার্যকর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শিগগিরই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন